Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডিমলা ও জলঢাকায় শিক্ষক কর্মচারীদের আনন্দ র‌্যালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী গণের ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় তাকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।  

আজ রবিবার দুপুরে উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীরা উপজেলা চত্বর হতে একটি আনন্দ র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে একই কারণে নীলফামারীর জলঢাকায় আনন্দ র‌্যালি করেছে উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ ও বেসরকারি স্কুল কলেজ মাদরাসার সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। এ উপলক্ষে আজ দুপুরে জলঢাকা জিরোপয়েন্ট মোড় থেকে একটি আনন্দ র‌্যালি বের করে বাজার প্রদক্ষিণ করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সেক্রেটারি এম নুরুজ্জামান, বঙ্গবন্ধু কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান, মিরগঞ্জ হাট কলেজের মিজানুর,রহমান, অধ্যাপক ধনেস্বর রায়, হেরম্ব কুমার রায়, রফিকুল ইসলাম প্রমুখ। 

Bootstrap Image Preview