Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আধা ঘণ্টার আনন্দ র‌্যালি করতে সারাদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, অবসর বোর্ড ও কল্যাণ তহবিলে অনুদান ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আনন্দ র‌্যালি ও পথসভা করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিক্ষক সমিতি।

কিন্তু কোয়ার্টার কিলোমিটার হেঁটে ও পথসভায় ৫ জনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মাত্র আধা ঘন্টায় অনুষ্ঠানটি শেষ করা হয়। অথচ শিক্ষক সমিতি নিজেরাই উপজেলার ৪৫ টি মাধ্যামিক ও ২০টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছেন এর জন্য। এতে শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (১১ নভেম্বর) উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এই র‌্যালি ও পথসভা করা হয়। তবে জানা গেছে, শিক্ষক সমিতির নির্দেশ না মেনে হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, মাত্র আধা ঘণ্টার এই অনুষ্ঠানটি বিদ্যালয়ে অর্ধ বেলা ক্লাশ চালানোর পর করতে পারতেন। এমনিতে চলমান জেএসসি পরীক্ষার কারণে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান (কেন্দ্র) ক্লাশ বন্ধ থাকে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অল্প শিক্ষক দিয়েও ক্লাশ চলমান রেখেছে। কিন্তু উপর্যুপরী ক্লাশ ব্যহত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে এই র‌্যালি ও সভা করা হয়েছে। কিন্তু অল্প সময় এই আয়োজন করতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করার ব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রউফ জানান, এ ব্যাপারে আমার কিছুই বলার নাই।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ জানান, আমার কাছে এ ব্যাপারে এসেছিলো। কিন্তু আমি কোন সিদ্ধান্ত দেই নাই।

প্রসঙ্গত, আনন্দ র‌্যালিটি বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর গেটে এসে শেষ হয় এবং সেখানে পথ সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম, শামসুল আলম শাহী, সারোয়ার হোসেন, মিজানুর রহমান ও মোয়াজ্জেম হোসাইন।

Bootstrap Image Preview