Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ভারতীয় কেডস ও চকলেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


ভারত থেকে পাচার করে আনা ৫ লাখ টাকার চকলেট ও কেডস (জুতা) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক সক্ষম হয়নি।

রবিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার সময় বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম থেকে এ পণ্যগুলো উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামের মধ্য দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাচালানী পণ্য সীমান্ত পার করে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কেডস (জুতা) ও চকলেট উদ্ধার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview