Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৪:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জর্ডানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানী আম্মানের দক্ষিণ-পশ্চিমের শহর মাদাবায় গাড়িসহ পাঁচ নিখোঁজ রয়েছে। শনিবার সংবাদমাধ্যমে সিএনএন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটির প্রাচীন শহর পেত্রা থেকে প্রায় চার হাজার পর্যটককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকারী বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে। প্রবল বর্ষণের কারণে দেশটির বন্দর নগরী আকাবাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বেসামরিক নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানান, আম্মানের দক্ষিণাঞ্চলে নিহত সাতজনের মধ্যে এক শিশুও ছিল।দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ রক্ষাকারী সড়কটি বন্যায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি। দেশটির যুবরাজ হুসেইন বিন আব্দুল্লাহ বন্যায় আটকেপড়া মানুষজনকে দ্রুত উদ্ধারের ব্যাপারে নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview