Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাউফলে বিদ্যালয় ভবন ধ্বস, শিশু শিক্ষার্থীদের মধ্যে আতংক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর বাউফলের ৮৪নং কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষের সামনের অংশ ক্লাস চলাকালীন সময় ধ্বসে পড়েছে। এসময় বিকট শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।

সংশ্লিষ্ট দফতর ওই দিনই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, ১৮৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। ১৯৭২ সালে একটি সাইক্লোন শ্লেটার নির্মাণ করলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ওই ভবনেই স্থানান্তর করা হয়। দীর্ঘ বছরের পুরনো ভবনটি বর্তমানে বেহাল অবস্থা হয়ে গেছে। ভবনের ১৭টি পিলারের প্রায় সবগুলোর বিভিন্ন অংশে ভেঙ্গে রড বের হয়ে গেছে। ভবনের বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকি নিয়েই এ ভবনে পাঠদান চলে আসছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাইজু বেগম বলেন, রবিবার (৪ নভেম্বর) দুপুর একটার দিকে ভবনের তৃতীয় তলার দুই কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান চলছিল। এমন সময় ওই তালার সামনের একটি বড় অংশ ধ্বসে পড়ে। বিকট শব্দে শিক্ষার্থীরা ভয়ে চিৎকার দিয়ে অসুস্থ্ হয়ে পড়ে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা ছুটে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল কবীর বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন পাঠানো হয়েছে। এ ঘটনায় পর পরই দুই দিন শিক্ষার্থীদের উপস্থিতি কমে গিয়েছিল।

বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, একটি নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবে।
 

Bootstrap Image Preview