Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমেছে মৌসুমি সবজির দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজিসহ সব ধরণের সবজির দাম। সরবরাহ বাড়ায় কেজিতে দাম ১০-১৫ টাকা কমেছে একাধিক সবজির দাম। দেশি পেয়াজ কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। তবে এখনও আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে নতুন আলু। 

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও শান্তিনগর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকার ভেদে শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০-৬০ টাকা। মানভেদে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা; যা গত সপ্তাহে বিক্রি হয় ৩০-৩৫ টাকায়। পটোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। আর আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ২৫-৪০ টাকায়। এছাড়া বাজারে গত সপ্তাহে ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া ঢেঁড়স, করলা, ঝিঙা, ধুন্দলের দাম কমে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা। এছাড়া আগের মতই স্থিতিশীল রয়েছে সবরকম মাংসের দাম।

বাজারে শীতকালীন বিভিন্ন প্রকারের শাক এসেছে। বাজারভেদে ছুটির দিনে এক আঁটি পালংশাক বিক্রি হয় ১০-২০ টাকায়। লাল ও সবুজ শাক বিক্রি হয় ৫-১০ টাকা আঁটি। লাউশাক বিক্রি হয় প্রতি আঁটি ২০-৩০ টাকা। পুঁইশাক ১০-২০ টাকা। তবে টমেটো ও গাজরের দাম এখনও কমেনি। আর উচ্চমূল্যে বিক্রি হচ্ছে মৌসুমের নতুন আলু। সেক্ষেত্রে বাজারে প্রতি কেজি গাজর গত সপ্তাহের মতো ৮০-১০০ টাকায় বিক্রি হয়। পাকা টমেটো বিক্রি হয় ৬০-৮০ টাকা কেজি। কাঁচা টমেটো ৫০-৬০ টাকা। আর নতুন আলু ১২০-১৩০ টাকা কেজি বিক্রি হয়।

এছাড়া দাম কমছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে ৩৫-৪০ টাকায় বিক্রি হয়। তবে অপরিবর্তিত রয়েছে আমদানি করা পেঁয়াজের দাম। গত সপ্তাহের মতো আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ২৫-৩০ টাকা কেজি।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা সোনাই আলী বলেন, সবজির দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় একাধিক সবজি কেজিতে ১০-১৫ টাকা কমেছে। সামনে সরবরাহ আরও বাড়বে। তখন দাম আরও কমে আসবে।

একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. জাহিদুল ইসলাম বলেন, বাজারে সবজির দাম কমেছে। একাধিক সবজি গত সপ্তাহের তুলনায়  কেজিতে ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে। এতে ক্রেতাদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। কিন্তু বাজারে যে পরিমাণ সবজির সরবরাহ আছে, সে পরিমাণে দাম এখনও কমেনি।

এদিকে শুক্রবার বাজারে এক কেজি বা তার চেয়ে একটু কম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ থেকে এক হাজার টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি পিস বিক্রি হয়েছে ৭০০-৮০০ টাকা। ৫০০-৬০০ গ্রাম ওজনের প্রতি পিস ইলিশ বিক্রি হয়েছে ৩০০-৩৫০ টাকা। আর বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে অন্য মাছের দাম। বাজারে প্রতি কেজি পাঙ্গাশ ১২০-১৩০ টাকা বিক্রি হয়। কেজিপ্রতি কই ১৬০-২০০ টাকায় বিক্রি হয়।

অন্যদিকে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়। পাকিস্তানি কক ২৩০-২৪০ টাকা, দেশি মুরগি ৪০০-৪৫০ টাকায় বিক্রি হয়। গরুর মাংস প্রতি কেজি ৪৮০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা এবং ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি বিক্রি হয়।

Bootstrap Image Preview