Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ২০ নভেম্বর থেকে শুরু

মিজানুর রহমান, চুয়েট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্তি দায়িত্ব) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। 

'ক' বিভাগে ৮০০ জনের মেধাতালিকা এবং দুই হাজার ৮২৯ জনের অপেক্ষমান তালিকা, 'খ' বিভাগে ৩০ জনের মেধা তালিকা এবং ১১৪ জনের অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও উপজাতি ও রাখাইন সম্প্রদায়ের ৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর সকাল-৯.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত মেধা তালিকার ভিত্তিতে 'ক' বিভাগের মেধাক্রমের প্রথম থেকে ৮০০তম পর্যন্ত, 'খ' বিভাগের মেধাক্রম প্রথম থেকে ৩০তম পর্যন্ত এবং উপজাতি ও রাখাইন সম্প্রদায়ের মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তি হবেন। আসন খালি থাকা সাপেক্ষে ওইদিন বিকাল ৫.০০ টায় প্রথম অপেক্ষামান তালিকা প্রকাশিত হবে।

আসন খালি থাকা সাপেক্ষে ২৭ নভেম্বর উভয় বিভাগের প্রথম অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আসন খালি থাকা সাপেক্ষে ওইদিন দ্বিতীয় অপেক্ষামান তালিকা প্রকাশিত হবে।  

পরবর্তীতে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে এবং তা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। 

Bootstrap Image Preview