Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠি-১ আসনে মনোনয়ন চাইলেন একমাত্র নারী প্রার্থী ফাতিনাজ ফিরোজ

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০২:১৭ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০২:১৭ PM

bdmorning Image Preview


ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, শিক্ষাবিদ ফাতিনাজ ফিরোজ। 

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ প্রায়ই তার নির্বাচনী এলাকা রাজাপুর-কাঁঠালিয়ায় গণসংযোগ, পথসভাসহ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রথম ভিসি ফাতিনাজ ফিরোজ উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাজাপুর-কাঁঠালিয়া আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মরহুম ড. হান্নান ফিরোজের স্ত্রী।

শিক্ষাবিদ ফাতিনাজ ফিরোজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যাতে হাতছাড়া না হয় একই সঙ্গে আমার স্বামী ড. হান্নান ফিরোজ আসনটি নিয়ে যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করতেই আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইছি। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।


 

Bootstrap Image Preview