Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়ি'র ২৯৮ নং আসনে মনোনয়ন পত্র কিনলেন যারা

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০১:২৭ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০১:২৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ভবেশ্বর রোয়াজা নিকি।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিন শুক্রবার (৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।

মনোনয়ন গ্রহণকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের যুববিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসেপ্রু চৌধুরী অপু, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বাসন্তী চাকমা ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিনে বিকেল পৌনে চারটার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ভবেশ্বর রোয়াজা নিকি। মনোনয়ন গ্রহণকালে তার সঙ্গে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য, আন্তর্জাতিক উপ কমিটির একাধিক সদস্য ছাড়াও ধানমন্ডি ও মিরপুর থানা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে চারটার দিকে নিজের সমর্থকদের সঙ্গে নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে নিজেই দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

Bootstrap Image Preview