Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইনজীবী রথীশ হত্যার প্রধান আসামি কামরুলের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


পরকীয়ার জেরে রংপুরে আইনজীবী সথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম মাস্টার (৪৫) অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার (১০ নভেম্বর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। বলে জানান।

এব্যাপারে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন বলেন, গত কয়েদিন থেকে কামরুল ইসলাম মাস্টার অবসাদগ্রস্থ ছিলেন। এছাড়া মামলায় আদালতে হাজিরার দিনগুলোতে তিনি সেখানে যেতে চাইতেন না। তাকে জোর করে আদালতে পাঠনো হতো।

তিনি আরো বলেন, কামরুল ইসলাম বেশ কিছুদিন থেকে ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। ভোর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান কারা কতৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৮ সালে ২৯ মার্চ রাতে পরকীয়া প্রেমের জেরে আইনজীবী রথীশ ভৌমিককে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্ত্রী সিগ্ধা ও প্রেমিক কামরুল।

এরপর তার লাশ তাজহাট মোল্লাপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির ঘরে পুঁতে রাখা হয়। ৩ এপ্রিল রাতে রথীশের স্ত্রী সিগ্ধা ভৌমিক ওরফে দিপাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আটক করে। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান সম্পর্কে জানান।

Bootstrap Image Preview