Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে অস্ত্রসহ সিএনজি চোর চক্রের সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরে মো. রফিক (৪২) নামে এক সিএনজি অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ নভেম্বর) ভোরে নগরের পাহাড়তলী থানার ডিটি রোডের লাকী হোটেলের সামনে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. রফিক একটি সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান। তিনি চট্টগ্রামের সন্ধীপ উপজেলার গাছুয়া এলাকার সাইদুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, কখনও চালক, কখনও যাত্রী সেজে সিএনজি অটোরিকশা চুরি করেন তিনি। পরে সিএনজি অটোরিকশা মালিকের কাছ থেকে আদায় করেন মোটা অংকের টাকা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, সিএনজি অটোরিকশা চোর চক্রের অন্যতম হোতা মো. রফিককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।

তিনি বলেন, রফিককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, নারায়নগঞ্জসহ পুরো দেশে বিস্তৃত রফিকের নেটওয়ার্ক। এ চক্রের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২ হাজার সিএনজি অটোরিকশার মালিক।

Bootstrap Image Preview