Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে ঘরোয়া কিছু উপায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM

bdmorning Image Preview


কনুই আর হাটুতে কালো দাগ হলে নিজের কাছে অস্বস্তিকর মনে হয়। এর জন্য অনেক সময় মনের মত ড্রেস পরা যায় না। সবার সামনে লজ্জাও হয় কিছুটা। তবে ঘরোয়া কিছু উপাদান ব্যবহারের ফলে এ থেকে পুরো মুক্তি পাওয়া সম্ভব।

দেখে নিন সেই কনুই আর হাটুর কালো দাগ দূর করতে ঘরোয়া টোটকা-

১. এক টেবল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ দুধ মিশিয়ে কনুইতে লাগান। তার পরে ভাল করে ধুয়ে নিন। এক দিন অন্তর এই টোটকা ব্যবহার করুন।

২. আমন্ড অয়েলও দিনে একবার কালো অংশে মালিশ করলে উপকার পাবেন।

৩. অ্যালোভেরা জেল কনুই ও হাঁটুতে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন।

৪. লেবুর মতো ঘরোয়া টোটকা আর কিছু হতে পারে না। রোজ একবার করে লেবু দিয়ে স্ক্রাব করুন। তার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫. ভিটামিন-ই ক্যাপসুল কিনে নিন। ওই ক্যাপসুলটি কেটে তার সঙ্গে চিনি মেশান। এই মিশ্রণ দিয়ে এবার স্ক্রাব করুন। তার পরে ধুয়ে ফেলুন।

৬. দইয়ের সঙ্গে ভিনিগার মিশিয়ে তা দিয়ে মালিশ করুন কনুই ও হাঁটুতে।

৭. কাঁচা হলুদ গুড়োর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ২০ মিনিট ধরে মাসাজ করুন। তারপরে ধুয়ে ফেলুন।

Bootstrap Image Preview