Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview


একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

গোপালগঞ্জ-৩ আসনসহ আরেকটি আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তবে ওই আসনটির নাম জানানো হয়নি। রংপুরের পীরগঞ্জ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ।

এ ছাড়া নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের। এর আগে বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এছাড়া তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলার নির্দেশনা দেন।

তিনি বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তাদের সঙ্গে আরও কয়েক সদস্য থাকবেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় জানানো হবে। এবার  মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা করা হয়েছে।

Bootstrap Image Preview