Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুরির অপবাদে যুবককে ডেকে বেত্রাঘাত-জরিমানা, অপমানে আত্মহত্যা!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১১:২২ AM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১১:২২ AM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে সালিশ বৈঠকে বেত্রাঘাত ও জরিমানা করায় রকি হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় চুরির অপবাদ দিয়ে তাকে জনসম্মুখে ১৫ বার বেত্রাঘাত করা হয়। একই সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়। এ অপমান সহ্য করতে না পেরেই রকি ওই রাতে বিষপান করেন। অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার বিকালে রকি পৌরসভার বাঞ্ছানগর এলাকায় মিস্তিরি বাড়িতে এক ব্যক্তির সুপারি পাড়তে যান। তখন ওই ব্যক্তি সুপারি পাড়া লাগবে না জানালে তিনি চলে আসেন। রাতে ওই বাড়ির একটি ঘর থেকে টেলিভিশন ও দুটি মোবাইল ফোন সেট চুরি হয়।

এ ঘটনায় শুক্রবার বিকালে রকিকে পৌরসভার কাউন্সিলর রিয়াজুল হাছান টিপু বিসিক এলাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে ডেকে আনেন।

তার পরিবারের অভিযোগ, চুরি না করলেও তাকে বেত্রাঘাত ও জরিমানা করেন লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজুল হাছান টিপু। এ ঘটনায় চরম অপমানিত বোধ করে রকি আত্মহত্যা করেছেন। রকি পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার তৌহিদ আহমেদের ছেলে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রকির মৃত্যু হয়েছে। তার হাঁটুতে একটি আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে কাউন্সিলর রিয়াজুল হাছান টিপু বলেন, রকির বাবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। গত শনিবার রাতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে এর বেশি কিছু তিনি বলতে পারবেন না।

কথা হলে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় রকির বাবা থানায় অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview