Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১০ মাস পর হঠাৎ ২০ দলের বৈঠকে অলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই প্রথম ২০ দলের বৈঠকে যোগ দিয়েছেন দীর্ঘদিন ‘নিশ্চুপ’ থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে পর্যালোচনা হয় বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, অলি আহমেদকে ২০ দলের প্রধান সমন্বয়কারী করা হচ্ছে।

এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দিয়েছে নতুন তিনটি দল। বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ ও মাইনোরিটি জনতা পার্টি জোটে যুক্ত হয়েছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে জোটের বৈঠকের পর এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বাধীন জাতীয় দল, জননেতা মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানের নেতৃত্বাধীন পিপলস পার্টি অব বাংলাদেশ এবং সুকৃতি কুমার মণ্ডলের নেতৃত্বাধীন মাইনোরিটি জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে ২০ দলের সাথে যুক্ত হল।”

দীর্ঘদিন ‘নিশ্চুপ’ থাকা এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ ১০ মাস পর জোটের বৈঠকে অংশ নেন। প্রেস ব্রিফিং-এ অলি আহমেদ বলেন, আমরা মনে করি, বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসা সম্পূর্ণ না করে একটি নির্জন ও পরিত্যক্ত কারাগারে নিয়ে যাওয়াটা হত্যার ষড়যন্ত্র। আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম জানান, রাজনৈতিক সমীকরণে অবস্থানগত কারণে অলি আহমেদ এতোদিন ২০ দলের বৈঠকে উপস্থিত হননি। তবে আগামীকাল রাজশাহীর বৈঠকে তিনি যোগ দেবেন।

Bootstrap Image Preview