Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিলাসবহুল ঘরে বসে মা-মেয়ের ইয়াবা বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাগুরা শহরের অভিজাত আবাসিক এলাকা কলেজ পাড়ার একটি বাড়িতে অভিযান চলিয়ে ৫০০ পিস ইয়াবা, গাজা এবং মাদকের বিভিন্ন সরঞ্জামসহ মা ও মেয়েকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল।

এর আগে শহরের নতুন বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক অপর এক যুবকের দেওয়া তথ্যর সুত্র ধরে গতকাল বুধবার মধ্যরাতে ঐ বাড়িটিতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮), তার মেয়ে ফরিয়া তাবাসুম মুক্তি(১৮) এবং অজ্ঞাত এক যুবক।

মাগুরা থানার পরিদর্শক (অপারেশন) সাইদুর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার থেকে পুলিশ মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের সুত্র ধরে এস আই আলমগীর, এস আই রেজাসহ পুলিশের একটি দল ওই যুবকের মাধ্যমে মনিরা বেগমের কাছ থেকে ইয়াবা কেনার কথা বলে মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকা স্ত্রী মনিরা বেগম ও তার মেয়ে ফরিয়া তাবাসুম মুক্তির কাছে থাকা পুতুলের ভেতর থেকে এবংবিলাস বহুল ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এরপর মা-মেয়েকে আটক করে পুলিশ।

তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি আরো জানান, আটক তিন জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview