Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে নুরুজ্জামান সরকার (৪৮) নামে এক কাঠ ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার ছোট মাগুড়া গ্রাম থেকে এ মস্তক বিহীন লাশ উদ্ধার করা হয়। নিহত কাঠ ব্যবসায়ী বিরামপুর উপজেলা পৌর শহরের চাঁদপুর মহল্লার মৃত নইমুদ্দিন সরকারের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নুরুজ্জামান ও রফিকুল দু'জনেই কাঠ ব্যবসা করতেন। নুরুজ্জামান রফিকুলের কাছ থেকে কাঠ ব্যবসার টাকা পেতেন। গত বুধবার বিকেলে রফিকুল ইসলাম টাকা দিবেন বলে তাকে ডেকে নিয়ে আসেন। সন্ধার পর থেকে নুরুজ্জামানের মুঠো ফোনের সংযোগ বন্ধ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় রফিকুলকে এলাকার লোকজন নুরুজ্জামানের কথা জিজ্ঞেস করলে উল্টাপাল্টা কথা বলেন। তখন এলাকার লোকজন রফিকুলকে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে আমাকে খবর দেয়। আমি জিজ্ঞাসা করলে- 'গতকাল বিকেলে তুমি নুরুজ্জামানের সাথে শালখুরিয়া বাজারে দেখেছিলাম কিন্তু সন্ধার পর তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। তুমি কি জানো?' সে তখন উল্টাপাল্টা কথা বলে।

তিনি বলেন, পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ২ টার দিকে রফিকুলের গ্রামের নিজ বাড়ীর পার্শের মাঠের ধান ক্ষেতে স্থানীয় এক মহিলা ঘাস কাটতে গিয়ে লাশ দেখে চিল্লাচিল্লি করলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

নবাবগঞ্জ থানা ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।

Bootstrap Image Preview