Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নকলে সহায়তা করায় শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:৩৮ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার্থীকে নকল দিয়ে সহায়তার অপরাধে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার এ দণ্ডাদেশ দেন।

ইউএনও জানান, দণ্ডিত শিক্ষক মো. হেলাল উদ্দিন একই উপজেলার গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলাকালীন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীকে নকল দিয়ে সহায়তার সময় হাতেনাতে ধরা পড়েন।

পরে পাবলিক পরীক্ষা আইনের ১৯৮০ সনের ৯ ধারা মোতাবেক ওই দণ্ড দিয়ে শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview