Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview


জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৩ লাখ টাকাসহ  একটি এনজিওর আটজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। 

পুলিশের অভিযোগ এই গ্রুপটি জেএমবি ও আনসার আল ইসলামকে আর্থিকভাবে সহায়তা করতে পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে অর্থ সংগ্রহ করেছে। তারা চট্টগ্রাম অঞ্চলে নিজেদের জঙ্গি তৎপরতা জোরদার করতে চেয়েছিল।

এ বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে 'স্মল কাইন্ডনেস বাংলাদেশ' নামের ওই এনজিওর আটজনকে তারা গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারদের অধিকাংশই একসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানালেও তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

Bootstrap Image Preview