Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় বিদ্যুতের নতুন সংযোগ পেল ১৯২টি পরিবার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview


আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় ১৯২টি পরিবারের মাঝে ৫০ লাখ ২৩ হাজার ৫শত টাকা ব্যায়ে সাড়ে ৩ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রাম শংকর রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, খোরশেদ খান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতের লক্ষ্য পূরণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন। 

Bootstrap Image Preview