Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠালো ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০১:৪৩ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০১:৪৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা আজ। তফসিল ঘোষণাকে সামনে রেখে সকালেই দেশের জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা বিজি প্রেস থেকে উপকরণগুলো সংগ্রহ করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা  সন্ধ্যায় জাতীর উদ্দেশে এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের যেন নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয় এজন্য সকালেই মাঠপর্যায়ে মনোনয়নপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো হলো।

উপকরণগুলোর মধ্যে রয়েছে- মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন রকম ফরম।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানিয়েছেন, সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তার প্রতিনিধি পাঠিয়ে উপকরণ নিতে বলা হয়েছিলো। ১০টা থেকে তারা মালামাল সংগ্রহ করেন।

সংবিধান অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এবার ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

Bootstrap Image Preview