Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৩ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা সদর উপজেলায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বেগমপুর ইউনিয়নের উজলপুর মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল বাশার ওরফে পাপ্পু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার স্বজনদের দাবি, সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহর থেকে সাদা পোশাকের পুলিশ তাঁকে আটক করেছিল।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, দুইটি গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত আবুল বাশার আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার বজলুর রহমানের ছেলে।

নিহত আবুল বাশারের ভাই আরিফ নেওয়াজ জানান, তাঁর ভাই একসময় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গত বছর এপ্রিলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে তৎকালীন ডিআইজি মনিরুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেন। তারপর থেকে পুরোপুরি কৃষিকাজে জড়িয়ে পড়েন। গত সোমবার পুরোনো একটি মামলায় চুয়াডাঙ্গায় আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় সাদা পোশাকে পুলিশ তাঁকে (আবুল বাশার) আটক করে। এরপর থানা ও গোয়েন্দা কার্যালয়ে খোঁজ নিলে পুলিশ আটকের কথা অস্বীকার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের ভাষ্য, সীমান্ত থেকে মাদক দ্রব্যের বড় একটি চালান আসার খবরে সদর থানা পুলিশের একটি দল বুধবার রাতে উজলপুর গ্রামের খড়গাদা মাঠে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত আড়াইটার দিকে একদল মাদক ব্যবসায়ী গুলি ও বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে মাদক পাচারকারীরা পিছু হটে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। গোলাগুলির শব্দ পেয়ে গ্রামবাসীরা সংগঠিত হয়ে ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী উজলপুরের আবুল বাশার বলে শনাক্ত করেন। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু হাসান মো. ওয়াহেদ রানা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবুল বাশার মারা যান।

 

Bootstrap Image Preview