Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মালিক সামিতির হয়রানির প্রতিবাদে মাগুরায় ইজিবাইক চালকদের মানবন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


মাগুরা পতিনিধিঃ

স্থানীয় বাস মালিক সামিতির লোকজন ও সন্ত্রাসীদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা ইজিবাইক কল্যাণ সমিতির সদস্যরা।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ধলহরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তারা এ মানবন্ধন-সমাবেশ করে।

মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন- সোহরাব হোসেন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, কাশেম মোল্লা প্রমুখ।

বক্তারা এ সময় অভিযোগ করেন, মাগুরা জেলায় ৩ হাজারের অধিক ইজিবাইক চালক পৌরসভায় বছরে ইজিবাইক প্রতি ৩ হাজার টাকা লাইসেন্স ফিস দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বাস মালিক সমিতির সদস্যসহ কিছু সন্ত্রাসী নানা অজুহাতে তাদের সড়ক চলাচলে বাধা দিচ্ছে। এমনকি মারধর করছে। ছিনিয়ে নিচ্ছে ইজিবাইক।

এ বিষয়ে তারা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার অভিযোগ করেছেন কিন্তু ফল হয়নি। এ কারণে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন বলে জানান তারা।

Bootstrap Image Preview