Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'জাতীয় পার্টির বেশ কিছু দাবির সাথে একমত ইসি'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৪৩ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির বেশ কিছুর দাবি সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) একমত পোষণ করেছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন জাতীয় সম্মিলিত জোটের বৈঠকে শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি একথা জানান।

জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, বৈঠকে আমরা অবাধ ও নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন সংক্রান্ত সব বিষয় সংবিধান অনুযায়ী সম্পন্ন হওয়ার নিশ্চয়তাসহ বেশ কিছু দাবি জানিয়েছি। এসব দাবি মধ্যে ইসি আমাদের বেশ কিছু দাবির সঙ্গে এক একমত পোষণ করেছেন।

সংলাপে জোটের প্রতিনিধিদলে আরও ছিলেন জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু।

এছাড়া ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, চেয়ারম্যান বিএনএ সেকেন্দার আলী মনি। 

Bootstrap Image Preview