Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনকালীন কোনো সরকার নেই: কাদের

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন কোনো সরকার নেই। যে সরকার আছে সেই সরকারই। আর টেকনোক্র্যাটদের তো বাদই দেওয়া হয়েছে।’ মঙ্গলবার রাতে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের বলেছেন, সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রীর নামটিও উচ্চারণ করা হয়েছে অশালীনভাবে। কী কারণে যন্ত্রণা আমি এটা ভাল করে জানি। লেখালিখি তো লিখছেন, আবার আজকে এক হাত নিলেন। এগুলো কেউ ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। তাদের আমি বলব, যৌক্তিকভাবে কথা বলতে। ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে গেলে এটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনবে না।

ওবায়দুল কাদের বলেন, তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে জনসভা, সেখানে যে রকম ‘ভালগারিজম অবসটিন্যাসি’ এটা আবার নতুন করে বাংলাদেশের পলিটিক্সে দেখলাম। দেখলাম যে মানুষের হতাশা যখন বেড়ে যায় তখন মানুষ বেপরোয়া হয়ে যায়। অনেকে নেতার বক্তব্যে এটাই মনে হয়েছে।

তিনি বলেন, ‘যারা বড় বড় কথা বলেন যেমন হঠাৎ করে ভিন্ন ধর্মাবলম্বী যখন মুসলমান হয় তখন নামাজ কালাম বেশি পড়ে এবং গরুর মাংস একটু বেশি খায়। এরকম দ্ইু একজনকে দেখলাম খুবই তাফালিং করছে। আমি পরিবহনের ডিল করি তো ওরা তাফালিং একটা শব্দ ব্যবহার করে। ওরা (সোহরাওয়ার্দী জনসভা) আবার ভদ্রমূর্তি ধারণ করে।’

‘এরকম নোংরা ভাষা কি দেশের মানুষ পছন্দ করে? আসুন আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের নামে রাস্তায় নাশকতা করবেন, সহিংসতা করবেন, আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো এটা যেন মনে না হয়।’

ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাকি আছে বলে বুধবার সংলাপে কী কোনো সমঝোতা হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যে বলছেন বাকি আছে, কি বাকি আছে সেটা জানতে চাই কালকে।’

সংলাপের বিষয়ে তিনি বলেন, বুধবারই শেষ হচ্ছে সংলাপ। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী এ কয়দিন যে সংলাপ হয়েছে তা নিয়ে সরকারি ও পার্টির সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে দেশবাসীকে জানিয়ে দেবেন।

Bootstrap Image Preview