Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল ড. কামালের নেতৃত্বে গণভবনে যাচ্ছেন ১১ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৪০ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৪০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২য় দফা সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ নেতা গণভবনে যাবেন। আগামীকাল বুধবার সকাল ১১টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকটি ড. কামাল ‌হোসেনের মতিঝিল চেম্বারে অনুষ্ঠিত হয়।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের অন্যরা হলেন,  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব, দলের সাধারণ সম্পাদক  আব্দুল মালেক রতন,গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

এদিকে ড. কামাল হোসেন সংলাপে যাচ্ছেন না বলে হঠাৎ খবর আসে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই যাবেন। আমরা যাবো।

তবে মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে বলেন, ড. কামাল হোসেন এর  শরীরটা একটু খারাপ। আমরা তার সঙ্গে পরামর্শ করতে দেখতে যাচ্ছি।  যদি শরীর ভালো থাকে তিনি যাবেন

প্রসঙ্গ, এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১ নভেম্বর ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করে।

Bootstrap Image Preview