Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চায় ইসলামি দলগুলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview


শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ১২টি ইসলামিক দল। তারা প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে বলেন, শেখ হাসিনা যাতে পুনরায় ক্ষমতায় আসতে পারেন তার জন্য তাদের পক্ষ থেকে সার্বিক সমর্থন দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে গণভবনে ১৪ দলীয় জোট এবং ১২টি ইসলামিক দলের মধ্যে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ১২টি বিশিষ্ট ইসলামিক দলের নেতৃবৃন্দ সংলাপকালে তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং প্রায় দুই ঘণ্টা এই আলোচনা চলে। এতে প্রতিটি দল নিজস্ব মতামত দেয় এবং কিছু দাবি উত্থাপন করে। কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা সমুন্নত রাখার ক্ষেত্রে তাদের অভিন্ন মত ব্যক্ত করেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের সাথে আলোচনায় কোন বিষয়েই দ্বিমত হয়নি। তিনি আরো বলেন, খেলাফত আন্দোলন তাদের নেতারা মরহুম ‘মাওলানা মোহাম্মদ উল্যাহ হাফেজি হুজুর’-এর নামে ঢাকায় একটি সড়কের নামকরণের দাবি জানান।

সেতুমন্ত্রী বলেন, ইসলামিক দলগুলোর সকল নেতাই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, তারা আসন্ন নির্বাচনে সহযোগিতা করার পাশাপাশি অংশীদারও হবে।

কাদের বলেন, ইসলামিক দলগুলোর নেতারা গত ১০ বছর যেভাবে দেশ পরিচালিত হয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এদিন, ১২টি ইসলামিক দলের ৫২ জন নেতা সংলাপে অংশ নেন। দলগুলোর মধ্যে ছিল ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশেকিন আওলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট ও ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স। সূত্র: বাসস

Bootstrap Image Preview