Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনসভাস্থলে হাজারো মানুষের ভিড়ে মান্নার নাগরিক ঐক্যের শিশুকর্মী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থল রাজধানীসহ ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। এ ছাড়া গণসংগীতও পরিবেশন করা হচ্ছে। মূলত জনসভাস্থলকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন শিল্পীরা। পাশাপাশি মঞ্চ থেকেও নেতাকর্মীরা প্রতিবাদী বক্তব্য দিয়ে সভাস্থলকে জাগিয়ে রাখার চেষ্টা করছেন।

এদিকে ঐক্যফ্রন্টের জনসভা বললেও মূলত বিএনপির নেতাকর্মীদের শোডাউন চলছে জনসভাস্থলে। নিজেদের অবস্থান জানান দিতে প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা। এছাড়া জোটের শরিকদের উপস্থিতি দেখা যাচ্ছে হাতে গোনা।

হাজার মানুষের ভিড়ে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের ব্যানারে ২০-৩০ জন কর্মীকে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এদের অধিকাংশই আবার শিশু। এসব শিশুর বয়স ১০-১২ বছরের মধ্যে। অন্য শরিকদলের নেতাকর্মী খুব একটি চোখে পড়েনি।

সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের মুখে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

এর আগে আজকের জনসভার অনুমতি নিতে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর ২৪ শর্তে জনসভার অনুমতি দেয় পুলিশ।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ একাধিক দাবিতে আগামীকাল বুধবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে প্রথম দফার বৈঠক শেষ হলেও সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে গত ৩ নভেম্বর ফের প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয় ঐক্যফ্রন্ট।

Bootstrap Image Preview