Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:০৭ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:৪২ PM

bdmorning Image Preview


শামীম খান, মাগুরা প্রতিনিধি: 

মাগুরায় রবি ও খরিপ-১ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৩৪৫ জন কৃষকের মাঝে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৮-১৯ প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ভুট্টা, সরিষা, বিটি বেগুন এবং খরিপ-১ মৌসুমে মুগ ডাল ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমীন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সরিষা উৎপাদনের জন্য ১ হাজার ৭০০ জন, ভুট্টা চাষের জন্য ২০০ জন, মুগ ডাল চাষের জন্য ৪৬০ জন, তিল চাষের জন্য ৯৮০ জন এবং বিটি বেগুন উৎপাদনের জন্য ৫ জন কৃষককে এ সার ও বীজ দেয়া হয়।

এর মধ্যে জন প্রতি ভুট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, বিটি বেগুন চাষের জন্য ২০ গ্রাম বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, মুগ ডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, কোজি এমওপি এবং তিল চাষের জন্য ১ কেজি বীজ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সার বিতরণ করা হয়। 

                                         
 

Bootstrap Image Preview