Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনসমাগম নেই ঐক্যফ্রন্টের জনসভায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


রাজনৈতিক সভা-সমাবেশে প্রায় সময়ই মুখর থাকে রাজধানীর সেহরাওয়াদী উদ্যান। আর এসব রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকাগুলোতে দেখা যায় নেতাকমীদের জমজমাট অবস্থান। কিন্তু আজকের ঐক্যফ্রন্টের সমাবেশ থাকা সত্বেও শাহবাগ মোড়ে বেলা সাড়ে ১১টা থেকেও দেখা যায়নি নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি।

প্রতিদিনের মতোই কমমুখী মানুষের চলাচল আর গণপরিবহন চলছে, যা দেখে বুজার উপায় নেই একটি বড় রাজনৈতিক প্রগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সেহরাওয়াদীতে। তবে শাহবাগ থেকে মৎস ভবন পর্যন্ত কিছু নেতা কর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে।

সকাল থেকেই সেহরাওয়াদিতে ছত্রভঙ্গ হয়ে প্রবেশ করতে দেখা যায় ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত নেতাকমীদের।

নেতাকমীদের অনেকই অভিযোগ করেন, সাভার থেকে সকাল থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচলে বাধা দেওয়া হয়েছে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের এক কোনো মনচ করা হয়েছে, এতে ২শতাধিকের মতো নেতাকমীদের উপস্থিতি দেখা যায় বেলা ১২টা পযন্ত। তবে সমাবেশ শুরু হলেই ব্যাপক উপস্তিতি হবে বলে জানান ঐক্যফ্রন্ট।

এদিকে ডিএমপির পক্ষ থেকে নেয়া ব্যাপক নিরাপত্বা। ব্যপক পুলিশ সদস্য ও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

এর আগে গতকাল সোমবার ঐক্যফ্রন্টের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায় নব গঠিত এই দলটি।

এ ব্যপারে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে এসেছিলাম। তারা আমাদের অনুমতি দিয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

এদিকে ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি। এ লক্ষ্যে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

সমাবেশের অনুমতি প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল বলেছিলেন, সমাবেশ কেন্দ্র করে ঐক্যফ্রন্টের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সাত দফা দাবিতে অনুষ্ঠেয় সমাবেশ আজ দুপুর ২টায় শুরু হবে।

এ্যানী  আরও বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করেছে সাত দফা দাবিতে একজোট হওয়া ঐক্যফ্রন্ট। আগামী ৮ নবেম্বর রাজশাহীতে তাদের জনসভা করার কর্মসূচী রয়েছে। খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও রয়েছে ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে।

এদিকে সংলাপ ব্যাহত না করেই সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনের কর্মসূচী দেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আগের দিন সোমবার রাতে ফ্রন্টের এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

Bootstrap Image Preview