Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যেভাবে যত্নে রাখবেন আপনার পছন্দের ফোনটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM

bdmorning Image Preview


প্রতিদিনিই মার্কেটে আসছে নিত্য নতুন মোবাইল ফোন। আর নিজেদের শখের বশে পুরনো ফোনটি ছেড়ে আমরা ঝূকে পড়ছি নতুন ফিচার সমৃদ্ধ ফোনটির দিকে। কিন্তু অনাগত কয়েকটি কারণে হারিয়ে যেতে পারে মোবাইল ফোনটির সৌন্দর্য। চলুন জেনে নিই আপনার পছন্দের ফোনটি কিভাবে তার সৌন্দর্য হারাতে পারে।

মুঠোফোনটি রোদে রাখা যাবে: রোদ পড়ে এমন কোথাও দীর্ঘক্ষণ মোবাইল ফোন রাখার ফলে ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। এতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শখের ফোনটির।

মোবাইলের ভেতরে ও বাইরে পরিষ্কার রাখতে হবে: ভেতরে ঢুকে পড়া ময়লা ও ধুলা আয়ু কমিয়ে দিতে পারে ফোনের। নিজে পরিষ্কার করতে না পারলে নির্দিষ্ট সময় পর পর দোকানে নিয়ে পরিষ্কার করুন ফোনের ভেতরের অংশ। এছাড়া কাভার ছাড়া ফোন ব্যবহার করলে আপনার পছন্দের মোবাইল ফোনটি সৌন্দর্য হারাবে।

ফোনের আসল ব্যাটারি ব্যবহার: মোবাইল ফোনের আসল ব্যাটারি বদলে সস্তা কোনও ব্যাটারি লাগাবেন না।

পেছনের পকেটে রাখা বিরত থাকতে হবে: প্যান্টের পেছনের পকেটে ফোন রাখবেন না। অপর একটি মোবাইল ফোনের চার্জার দিয়ে ফোন চার্জ না দেওয়াই ভালো।

নির্ভরযোগ্য মাধ্যম থেকে ডাউনলোড করেবেন: অজানা অথবা নির্ভরযোগ্য নয় এমন সোর্স থেকে আপস ডাউনলোড করবেন না। এতে আপনার ফোনে ঢুকে যেতে পারে ভাইরাস।

 

Bootstrap Image Preview