Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে মোটরসাইকেল চাপায় দুই সহোদর নিহত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় জুনায়েদ (৫) ও আব্দুর রহমান (৩) নামে দুই সহোদর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশু দু’টির মা রহিমা বেগম (৩৫)।

সোমবার ( ৫ নম্বেবর )  দুপুর ১টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের নয়ন শরীফ সরকার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ ও আব্দুর রহমান সখিপুর থানার নৈমুদ্দিন সরকার কান্দি গ্রামের বাবু বেপারীর ছেলে।

সখিপুর থানা ও আহত হাসান বেপারী জানায়,  দুই ছেলেকে নিয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন রহিমা বেগম। ছোট ছেলে আব্দুর রহমানকে কোলে নিয়ে আরেক ছেলে জুনায়েদের হাত ধরে যাওয়ার পথে নিমতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে হাসান বেপারী নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন রহিমা বেগম।

এ সময় হাবিবউল্যাহ কলেজের একাদশ শ্রেণির ছাত্র বরকত আলীর (১৮) বেপরোয়া গতির মোটরসাইকেল তাদের ওপর উঠিয়ে দেয়। এতে মা ও দুই শিশু ছিটকে পড়ে যায়। আহত হন সবাই। পরে তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুর রহমান। রহিমা বেগম আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পরে স্থানীয়রা মোটরসাইকেলসহ চালক বরকত আলীকে আটক করে সখিপুর থানা পুলিশে সোপর্দ করেছে। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, দুর্ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ঘাতক মোটর সাইকেল ও চালককে আটক করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview