Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪ কেজি ৬৫২ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজি০৮৯ বিমান থেকে এ স্বর্ণ জব্দ করেন তারা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিজি০৮৯ বিমানে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানায় গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে বিমান তল্লাশি করে ২৫/এ নম্বর সিট থেকে স্বর্ণের ৪০টি বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪ কেজি ৬৫২ গ্রাম ।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের মোট মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview