Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:০৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরী বাড়ি সংলগ্ন নাভানা প্লাস্টিক পাইপ কোম্পানির পশ্চিম পাশে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাল মিয়া কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি স্থানীয় একটি ইট ভাটায় ঠিকাদারীতে ইট ভাঙ্গার (সিপ্টিন) কাজ করতেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সুলতান উদ্দিন খান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মো. সুলতান উদ্দিন খান জানান, লাল মিয়া শারীরিক অসুস্থতার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এ সময় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে বালীগাঁও নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি দ্রুত গতির ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই আরো জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। তবে নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview