Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সুস্থ সৈয়দ আশরাফ তিন দিনের মধ্যে রাজনীতিতে ফিরছেন, এটা অপপ্রচার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৬ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


‘সম্পূর্ণ সুস্থ সৈয়দ আশরাফুল ইসলাম । তিন বা সাত দিনের মধ্যে তিনি রাজনীতিতে ফিরছেন’- এ ধরনের কথাকে পুরোপুরি ‘অপপ্রচার’ বলেই মনে করেন তার ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম।

তিনি বলেন, ফুসফুস ক্যানসারে আক্রান্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ফুসফুস ক্যানসারের চতুর্থ ধাপে আছেন। তার অবস্থা এখন এতটাই খারাপ যে তিনি কাউকে চিনতে পারছেন না।

রবিবার এ প্রতিবেদককে এসব তথ্য জানান সৈয়দ শাফায়েতুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।

অভিযোগের সুরে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মিথ্যা কথা বলা হচ্ছে। আমরা চাই তার অসুস্থতা নিয়ে আর কোনো রাজনীতি না হোক। আপাতত তার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। আমরা তার জন্য দোয়া চাই।’

তিনি আরও বলেন, তিন দিন আগে আমি ব্যাংকক থেকে এসেছি। তিনি (সৈয়দ আশরাফ) আমাকে চিনতে পারছেন না। এমনকি নিজের মেয়েকেও চিনতে পারছেন না। তিনি গুরুতর অসুস্থ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ সৈয়দ নজরুল ইসলামের রক্তের এই উত্তরাধিকার বলেন, ‘প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফের প্রতিদিনের খবর রাখেন। কখনো আমার মাধ্যমে আবার কখনো অ্যাম্বাসেডরের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।

তিনি (প্রধানমন্ত্রী) এ ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। তিনি বলেছেন, টাকা নিয়ে কোন চিন্তা-ভাবনা করতে হবে না। আশরাফের সুচিকিৎসা হবে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

পরিচ্ছন্ন ভাবমূর্তির এ জাতীয় রাজনীতিক বড় ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়াও চান শাফায়েতুল ইসলাম। তিনি বলেন, ‘সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, বাবা সৈয়দ নজরুল ইসলাম হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা আশরাফ দেশে ফিরে ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন তিনি।

ওয়ান ইলেভেনে দলের কঠিন দুঃসময়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে শেখ হাসিনার প্রতি আনুগত্য ও বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরবর্তীতে সৈয়দ আশরাফ টানা দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Bootstrap Image Preview