Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোর-৪ আসনে নৌকাকে বিজয়ী করতে কঠোর পরিশ্রম দুই প্রার্থীর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর এই দুই উপজেলা নিয়ে সংসদীয় ৬১, নাটোর-৪ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দুই শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী দিন-রাত  কঠোর পরিশ্রম করে বেড়াচ্ছেন।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী  লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এই শক্তিশালী ব্যক্তিদ্বয় হচ্ছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা।

এই দুই নেতা নিজেরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধেছে। আর তাদের অনুসারী আ’লীগের সকল নেতা-কর্মীরা ‘পাটোয়ারী-শাহনেওয়াজ বেঁধেছে জোট, নৌকা মার্কায় দাও ভোট’, পাটোয়ারী-শাহনেওয়াজ দুই ভাই, নৌকা মার্কায় ভোট চাই’ এমন শ্লোগানে হাট-বাজার, পাড়া-মহল্লা সকাল, বিকাল ও সন্ধ্যা মুখরিত করে রাখছে। লাল-সবুজ রংয়ের জাতীয় পতাকা ও আ’লীগের দলীয় পতাকাসহ কর্মীদের বহর নিয়ে ওই দুই মনোনয়ন প্রত্যাশী ভোটারদের দ্বারে দ্বারে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরণ করছেন। নৌকার পক্ষে এমন প্রচারে এই দুই উপজেলাবাসী রীতিমতো ভোটের উৎসব উপভোগ করছে।

রবিবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এক হাজারেরও বেশী নেতা-কর্মীরা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ দুই উপজেলায় নৌকা প্রতীকের পক্ষে শো-ডাউন করে। আগেরদিন শনিবার উপজেলা পরিষদ  মিলনায়তনে জেল হত্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বক্তব্য রাখেন। সেখানে তিনি এক লক্ষাধিক ভোটের ব্যবধানে নাটোর-৪ আসেন নৌকা প্রতীককে বিজয়ী করিয়ে দেওয়ার চ্যালেঞ্জ প্রদান করেন। এ সময় উপস্থিত বনপাড়া পৌরসভার সকল কাউন্সিলর ও ৭ ইউনিয়নের ইউপি সদস্যসহ অন্যান্য নেতা-কর্মীরা হাত উঁচিয়ে এই চ্যালেঞ্জ অর্জনে সহযোগিতা করার শপথ গ্রহণ করেন।

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, গত বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার পর যেভাবে গণসংযোগ চালিয়ে ভোট প্রার্থনা করেছি। এবারেও তেমনিভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। তিনিই মনোনয়ন পাবেন এমন আত্মবিশ্বাস তার রয়েছে বলেন তিনি জানান।  

শাহনেয়াজ আলী মোল্লা বলেন, গুরুদাসপুরের চারভাগের তিনভাগ জনগণ আমার সমর্থনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মনোনয়ন পেলে এই আসনে নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তা ছাড়া বড়াইগ্রামের জনপ্রিয় নেতা, বিশিষ্ট চিকিৎসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তার সমর্থনে রয়েছেন যা বিজয় ছিনিয়ে আনতে বেগ পেতে হবে না বলে তার বিশ্বাস রয়েছে, ঠিক এমনটাই জানান শাহনেওয়াজ।

জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী বলেন, শাহনেওয়াজ ও ডা. সিদ্দিকুর রহমান দুই উপজেলার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। এমতাবস্থায় তারা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে ভোট যুদ্ধে নামলে নাটোর-৪ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবে এটা দুই উপজেলার শতভাগ মানুষ মনে-প্রাণেই বিশ্বাস করে বলে তিনি মত প্রকাশ করেন।

Bootstrap Image Preview