Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীর শ্রেষ্ঠ ১০০ ছবির তালিকায় ‘পথের পাঁচালী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের ছবি ‘পথের পাঁচালী’। মুক্তির ৬৩ বছর পেরিয়ে সন্মানজনক এই তালিকায় স্থান পেলো  ছবিটি। শুধু তাই নয়, অপু-দুর্গা আর তাদের নিশ্চিন্দিপুরের গল্প ‘পথের পাঁচালী’ পেয়েছে ‘চিরন্তন ক্লাসিক’ খ্যাতি।

বিদেশি ভাষার সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেখানে ২৪টি দেশের ৬৭ জন পরিচালকের ১৯টি ভাষার ছবি স্থান পেয়েছে। তার মধ্যেই রয়েছে মানিক বাবুর এই অদ্বিতীয় কীর্তি। ‘পথের পাঁচালী’ রয়েছে ১৫ নম্বরে।

প্রথম স্থান অধিকার করেছে আকিরা কুরোসওয়ার ‘সেভেন সামুরাই’। তবে ‘ওয়াইল্ড স্ট্রবেরিজ’ ও ‘ব্যাটেলশিপ পোটেমকিন’ এর মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘পথের পাঁচালী’। সত্যজিৎ রায়ের সঙ্গে তালিকায় রয়েছে ইঙ্গমার বার্গম্যান, ফেদরিকো ফেলিনি, সের্গেই আইজেনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত পরিচালকের নাম।

সত্যজিৎ রায়ের প্রথম ছবি ছিল ‘পথের পাঁচালী’। প্রথম ছবিতেই প্রচুর বাঁধার সম্মুখীন হয়েছিলেন তিনি। ছবির জন্য হিরো থেকে বেরিয়ে অভিনেতা খুঁজেছিলেন তিনি। তার জন্য টালিগঞ্জের পেশাগত অভিনেতাদের বাইরেও সন্ধান করেছিলেন। তারই ফলশ্রুতি ইন্দির ঠাকরুন ও অপু।

আবহসংগীত নিয়েও তিনি পরীক্ষা চালিয়েছিলেন। আগাগোড়া হিন্দুস্তানী ক্লাসিকের সুর মূর্ছনায় ছবিটি সাজিয়েছিলেন পণ্ডিত রবিশংকর। কিন্তু অর্থ এই দুই কিংবদন্তি শিল্পীকে সমস্যায় ফেলেছে বারবার। কতবার যে ছবির শুটিং বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত ১৯৫৫ সালে ছবিটি মুক্তি পায়।

Bootstrap Image Preview