Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সবাই এগিয়ে গেলেও কেউ কিছু করতে পারেনি

মোঃরিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়ায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে গেছে শহিদুল ইসলাম রায়হান নামে(২২) নামে এক ব্যবসায়ী।

গতকাল রবিবার রাত আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিয়ার দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম রায়হান ওই এলাকার মৌলানা ইউনুছ আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনকার মতো রবিবার রাতে দোকানের ভেতরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন শহীদুলসহ আরও একজন। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ধরে যায়। রাত ২টার দিকে তার দোকানে আগুনের কুণ্ডলি দেখে স্থানীয়রা। তখন সবাই এগিয়ে গেলেও ভেতর থেকে বন্ধ দোকানের দরজা কেউ খুলতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর সদস্য, পুলিশ ও স্থানীয় জনতা। অনেক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘুমন্ত রায়হান জ্বলে অঙ্গার হয়ে যায়। একইসঙ্গে পাশের কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠানের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, আগুনে শহিদুলের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। লাশটি দেখতে একটি কয়লার মতোই লাগছে। আগুনে শহিদুলের দোকানসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক জিএম মহিউদ্দিন জানান,  প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে যান।সেখানে গিয়ে দেখেন দোকান ২ টি পুড়ে গিয়ে ছাই হয়ে যায়।তিনি আরো বলেন দোকানে থাকা রায়হান আগুনে পুড়ে মারা যায়,তার পুরো শরীর আগুনে পড়ে ঝলসে গেছে,তার পা দুটি ছিন্নভিন্ন হয়ে যায়।

Bootstrap Image Preview