Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৯ নভেম্বর রাজশাহীতে ঐক্যফ্রন্টের মহাসমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৪৪ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৪৪ PM

bdmorning Image Preview


আগামী ৯ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহীতে মহাসমাবেশ করবে। নগরীর মাদ্রসা মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রবিবার (৪ নভেম্বর) বিকালে ঐক্যফ্রন্টের রাজশাহী ও রংপুর বিভাগীয় স্টিয়ারিং কমিটির জরুরি এক প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৯ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ঐতিহাসিক মাদ্রাসা মাঠের মহাসমাবেশে লাখো মানুষ অংশ নেবে। সমাবেশে বাধা দেয়া হলে রাজশাহীসহ সারা দেশে কর্মসূচির মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।

তিনি বলেন, প্রথমে ২ নভেম্বর রাজশাহীর মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছিলে। কিন্তু একই স্থানে তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হয়। ফলে ৬ নভেম্বর মহাসমাবেশ আয়োজনের স্বিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, প্রথমে ২ নভেম্বর রাজশাহীর মহাসমাবেশ করার ঘোষণা থাকলেও একই স্থানে তাবলিগ জামায়াতের দিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় মহাসমাবেশের দিন পরিবর্তন করে ৬ নভেম্বর করা হয়। কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি না পাওয়ায় তারিখ বদল করে ৯ নভেম্বর করা হয়েছে।

সভায় বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নেওয়ার আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশন ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে আন্দোলনের মাধ্যমে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি আদায় করা হবে।

দলীয় সূত্রে জানা জায়, ঐক্যফ্রন্টের মহাসমাবেশের জন্য ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুমতি না পাওয়া গেলে নগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন ভুবন মোহন পার্কে সমাবেশ করা হবে।

সমাবেশ সফল করার জন্য রাজশাহী ও রংপুর বিভাগের সকল সাংগঠনিক ইউনিটকে সকল প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ঐক্যফ্রন্টের জরুরি এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনুর রশীদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল মুনীর, বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।

Bootstrap Image Preview