Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে শিবিরের কার্যালয়ে বিস্ফোরণ, চলছে পুলিশের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ১০:০৭ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ১০:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরার ডিসি রোডে শিবিরের কার্যালয় ঘেরাও করে একযোগে অভিযান চালাচ্ছে তিন থানার পুলিশ। অভিযানের সময় পরপর চারটি বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কার্যালয়ের ভিতরে কেউ হতাহত রয়েছে কিনা এখনো জানা যায়নি।

আজ শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্লক রেইড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে শিবির কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। অভিযানে চালাতে গিয়ে শিবিরের কার্যালয়ের ভিতরে ঢুকে পুলিশ দেখতে পায়, ভবনটির পেছনে দুইটি দরজা আছে। ফলে সামনে থেকে ভবনটি পুলিশ ঘিরে রাখলেও ভিতর থেকে যেকেউ ওই দরজা ব্যবহার করে পালিয়ে যেতে পারে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, চারটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি। শিগগিরই আমরা শিবিরের ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালাবো।

নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, আমাদের ধারণা যে চারটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি, সেটা আসলে বোমা ছিল। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্সও ডাকা হয়েছে।

নগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল। পুলিশ ব্লক রেইড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রসঙ্গত, ইসরা ভবন নামে ছাত্রশিবিরের নগর কার্যালয়টি ডিসি রোডে চাক্তাই খালের পাড়ে অবস্থিত। এখানে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে শিবির নেতাদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করে।

Bootstrap Image Preview