Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার সিইসিকে ড. কামালের চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের চলমান সংলাপ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শনিবার বিকেল সাড়ে ৪টায় ইসি সচিবালয়ের দফতরে চিঠি পৌঁছে দেন গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আপনারা জানিয়েছেন, ৪ নভেম্বর কমিশনের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তফসিল ঘোষণা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তফসিল ঘোষণার পরই রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। যেকোনো ধরনের নির্বাচনী রাজনৈতিক দল এবং প্রার্থীরা হচ্ছেন অন্যতম “স্টেক হোল্ডার”। তাদের কর্মকাণ্ড এবং কর্মসূচিকে আমলে নেওয়া নির্বাচন কমিশনের মৌলিক দায়িত্ব বলে আমরা মনে করি।’

চিঠিতে ড. কামাল হোসেন বলেন, ‘বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে সংলাপের মতো গুরুত্বপপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে এবং একটি সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা একাদশ জাতীয় নির্বাচনসহ দেশের রাজনৈতিক ক্ষেত্রে অনেক গুণগত পরিবর্তন আনতে পারে—যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আপনাদের প্রচেষ্টাকেও সহায়তা করবে। এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ করছি।’

প্রসঙ্গত, গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সংলাপ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে যুক্তফ্রন্ট।

Bootstrap Image Preview