Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে এলো ‘বিএমডব্লিউ হাইব্রিড প্লাগ-ইন’, ২ কোটি থেকে দাম শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের বাজারে হাইব্রিড আইপারফমেন্সের প্লাগ-ইন গাড়ি আনলো জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। এসব গাড়ির দাম ২ কোটি ৫ লাখ টাকা থেকে শুরু বলে জানা গেছে। আপাতত দেশের বাজারে বিএমডব্লিউ ৫৩০ই, ৭৪০ এলআই এক্সড্রাইভ এবং এক্স৫ এক্সড্রাইভ৪০ই এই তিন মডেল আনা হয়েছে।

হাইব্রিড প্লাগ-ইন গাড়ির বড় সুবিধা হলো এটি জ্বালানির পাশাপাশি ব্যাটারিতেও চলে। এবং এই গাড়ির ব্যাটারি চার্জ করা যায়। যেটা হাইব্রিড গাড়িতে নেই। হাইব্রিড গাড়ি জ্বালানিতে চলাকালীন চার্জ হয়। ফলে হাইব্রিড প্লাগইন গাড়ির জ্বালানি সাশ্রয়ী।

শনিবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব শো-রুমে গাড়িগুলোর উদ্বোধন করে বাংলাদেশে বিএমডব্লিউর একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন্স) দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল এবং পরিচালক (আফটার সেলস) মো. বজলুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিলাসবহুল গাড়ি মানেই অধিক জ্বালানি খরচ। এই ধারণা বদলে দিয়ে ২০০৮ সালে টেসলা অটোমোবিলস বাজারে নিয়ে এসেছিল ফুল ইলেকট্রিক প্রিমিয়াম কার। ইলেকট্রিক এবং হাইব্রিড ফুয়েল ইঞ্জিনের সমন্বয়ে বাংলাদেশে সর্বপ্রথম ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে এলো বিএমডব্লিউ।

আই পারফরমেন্স খ্যাত প্লাগ ইন মডেলগুলো বেশ নজরকাড়া। এই গাড়িগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো, এক ফোটা জ্বালানি খরচ না করে ৪০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এই গাড়ি পরিপূর্ণ চার্জ নিতে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় নেয়। এছাড়াও গাড়িগুলোতে ফুয়েল সাশ্রয়ের জন্য হাইব্রিড ইঞ্জিন রয়েছে। ৩টি মোডে গাড়িগুলো ড্রাইভ করা যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি বিএমডব্লিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি নতুন আইপারফরম্যান্স মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা বিএমডব্লিউ আই থেকে মূল বিএমডব্লিউ ব্র্যান্ডে রূপান্তরেরই বহিঃপ্রকাশ।

এসব গাড়ির দাম ২ কোটি ৫ লাখ টাকা থেকে শুরু বলে অনুষ্ঠানে জানানো হয়। নতুন এসব মডেলের গাড়ির ক্রেতারা পাবেন ৫ বছরের ফ্রি-সার্ভিস, পার্টস, মেইনটেনেন্স এবং মেরামত সুবিধা। অর্থাৎ প্রথম ৫ বছর গাড়ি মালিকের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক মো. বজলুল করিম বলেন, ‘বাজারে বেশ আগেই হাইব্রিড গড়ি এসেছে। কিন্তু সঠিক সার্ভিসের অভাবে ইতোমধ্যে অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা শতভাগ সার্ভিসিং কাজ শেষ করেই বাজারে এসব গাড়ি নিয়ে আসলাম। তাই হাইব্রিড গাড়ি আনতে আমাদের একটু দেরি হলো।’

তিনি বলেন, বিএমডব্লিউ গাড়িতে ব্যবহৃত জ্বালানি নিয়ে উদ্ভাবনী কার্যকর প্রযুক্তি নিয়ে যে কাজ করেছে তারই প্রতিফলন বিএমডব্লিউ আইপারফরম্যান্স অটোমোবাইল। প্রতিটি আইপারফরম্যান্স গাড়ি কম কার্বন নির্গমন করে। অভিজ্ঞতার পাশাপাশি অত্যাধুনিক ও অভিনব সব ফাংশনের ব্যবহার নিশ্চিত করা হয়েছে নতুন মডেলের গাড়িগুলোতে।

তিনি আরও বলেন, এসব গাড়ির ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘণ্টা। একবার ফুল চার্জ হলে শুধুমাত্র ব্যাটারি ব্যবহার করে ঘণ্টায় ১শ’ কিলোমিটার গতিতে ৩০ কিলোমিটার যাওয়া যাবে। ব্যাটারি এবং ফুয়েলের সমন্বয়ে চালানো হলে এক লিটার অকটেনে সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে প্রায় ৩০ কিলোমিটার পাড়ি দেয়া যাবে।

Bootstrap Image Preview