Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:৪৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:৪৬ PM

bdmorning Image Preview


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে একই রাতে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায়  এক জনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালী বাজার ও দৌলতপুর ইউনিয়নের নতুন হাবড়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতেই একাধিক চুরির মামলার আসামি আজিজুর রহমান ওরফে তৈকরকে (৪০) আটক করেছে পুলিশ। সে উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামের গোলাম রব্বানীর পুত্র।

জানা গেছে, বুধবার রাতে মাছুখালী বাজারের ব্যবসায়ী আবদুল করিম’র মুদি দোকানে চুরি সংঘঠিত হয়। চোরেরা পাশের দোকানের তালা ভেঙে ও দোকানঘরের ছাদের উপর দিয়ে দোকানে প্রবেশ করে প্রায় ৭৩ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে পালিয়ে যায়। পরদিন দোকান খুলে তিনি মালামাল তছনছ দেখে তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

আবদুল করিম জানান, এর আগেও গত বছরের ১৪ ফেব্রুয়ারি একই কায়দায় তার দোকানসহ পাশের দুই ব্যবসা প্রতিষ্ঠানও চুরি সংঘটিত হয়। তবে, এবার শুধু তার ব্যবসা প্রতিষ্ঠানই চুরি হয়। এতে তার ৭৩ হাজার টাকার মালামাল চুরি গেছে।

এদিকে, ওই রাতেই উপজেলার দৌলতপুর ইউনিয়নের নতুন হাবড়া বাজারের ব্যবসায়ী জফুর মিয়ার মুদি দোকানেও চুরি সংঘঠিত হয়। চোরেরা তার দোকানে প্রবেশ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় তিনি বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তদন্তের মাধ্যমে এই চোর চক্রকে আইনের আওতায় আনা হবে।

Bootstrap Image Preview