Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ও ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

আজ শুক্রবার বিকালের দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিতত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খোন্দকার প্রমুখ ।

এ হামলার ঘটনাকে বিএনপি জামায়াতের পুরনো চেহারার বহি:প্রকাশ মন্তব্য করে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের দলীয় কর্মকান্ড করার সুযোগ দেয়া মানে আওয়ামী লীগ দুর্বল এটা ভাবা ঠিক হবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবেনা জানিয়ে বক্তারা বলেন, ক্ষমতা হারিয়ে বেসামাল বিএনপি নিজেদের শক্তি জানান দিতেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

Bootstrap Image Preview