Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মামা-বাবা-চাচার রক্তের ঋণ শোধ করতে রাজনীতিতে এসেছি: ফারুক চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৩৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক বলেছেন, আমার মামা (শহীদ এএইচএম কামারুজ্জামান) গোদাগাড়ী-তানোরের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আমার বাবা-চাচাকেও স্বাধীনতা যুদ্ধে পাকিস্থানী আর্মি হত্যা করেছে। আমি আমার মামা এবং বাবা-চাচার রক্তের ঋণ শোধ করার জন্য রাজনীতি করতে এসেছি। মামার স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি।

শুক্রবার (২ নভেম্বর) বিকাল ৪টায় গোদাগড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে মাটিকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানার মধ্যে যে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন আমার মামা শহীদ এএইচএম কামারুজ্জামান। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত জায়গা হলো জেলখানা, সেই জেলখানায় আমার মামাকে কিছু নরপিশাচ হত্যা করেছিল।

তিনি আরো বলেন, সেইদিন আমার নানার বাড়ি আর্মিতে ভর্তি ছিল। খুব কম সংক্ষ্যক মানুষ তার জানাজায় অংশ নিতে পেরেছিল। শুধু আত্নীয়-স্বজন ছাড়া অন্য মানুষদের জানাযা পড়তে দেওয়া হয়নি। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে নসিব করেন।

ওমর ফারুক বলেন, আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমার মামা শহীদ এএইচএম কামারুজ্জামান গোদাগাড়ী-তানোরের মানুষের যে উন্নয়নের স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ দিবেন।

৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, মহিলা লীগের সভানেত্রী মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরব আলীসহ মাটিকাটা ইউনিয়নের আওয়ামী লীগসহ প্রতিটি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Bootstrap Image Preview