Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুলের জট থেকে রক্ষা পেতে এই কাজগুলো করুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM

bdmorning Image Preview


প্রকৃতিতে নেমে আসছে  শুষ্কতা। আর এই মৌসুমে বাড়ি-ঘর তৈরি, রাস্তা সংস্কার ও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ চলার ফলে বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যায়। রাস্তায় বেরোলেই চোখে-মুখে-চুলে এর প্রভাব পড়ে। তবে অতিরিক্ত ধুলার ফলে সবচেয়ে বড় সমস্যা হয় চুলে। ধুলার চাপে চুল জট বেধে রং পরিবর্তন হয়।

চুলের জট থেকে রক্ষা পেতে এই কাজগুলো করুন-

কুসুম গরম তেল নিয়মিত চুলে লাগান। এরপর গোসলের আগ পর্যন্ত শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। এই প্রক্রিয়া ডিপ কন্ডিশনিং এর কাজ করে। চুলের কিউটিকলের পরিচর্যাও করে এবং চুলের রুক্ষতা কমিয়ে চুলকে নমনীয় করে তোলে। মসৃণ চুলে তাই জট লাগে না।

প্রাথমিক স্তরে জট বাঁধলে চিরুনি বা ব্রাশের বদলে আঙুল দিয়ে ছাড়ানোর চেষ্টা করুন। আঙুল দিয়ে বিলি কেটে কেটে জট ছাড়িয়ে নিন। হাল্কা পানির ছিটা দিয়ে চুল শুকিয়ে নিন। এরপর চিরুনি ব্যবহার করুন।

বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। এতে চুল ছিঁড়ে যাবার আশঙ্কা কম। তাছাড়া প্লাস্টিকের চিরুনির বদলে কাঠের তৈরি চিরুনি ব্যবহার করতে পারেন। ভেজা চুল আঁচড়ানোর অভ্যাস ত্যাগ করুন। কারণ ভেজা চুল নরম থাকে আর আঁচড়ানোর সময় টান পড়ে ছিঁড়ে যায়।

চুলের আগা নিয়মিত ছেঁটে সমান করুন। এছাড়া আপনার চুলের আগা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দুটোই সামলানো যাবে।

সুতি কাপড়ের বালিশের কভার ব্যবহার করা বন্ধ করুন। কারণ সুতি কাপড় আমাদের চুল থেকে আর্দ্রতা শুষে নিয়ে রুক্ষ করে ফেলে এবং চুলে স্থির বিদ্যুৎ তৈরি করে। এতে করে চুলে রুক্ষতা তৈরি হয়ে জট লাগার প্রবণতা বাড়ে। তবে সিল্কের কাপড়ে এ ধরণের কোনও সমস্যা হয় না।

প্রতিবার শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। এতে চুল কোমল ও মসৃণ হবে, আর জট লাগা প্রতিরোধ করবে।

সবসময় খোলা চুলে শ্যাম্পু না করে বরং মাঝে মাঝে বেণী করে চুলে শ্যাম্পু করলে ধোয়ার সময় ধীরে ধীরে বেণী খুলে যায়। আর এই পদ্ধতি মূলত ভেজা চুলের জট পাকানো থেকে চুল রক্ষা করে।

সবসময় চুল বেঁধে রাখলেও কিন্তু জট বাঁধে। কাজেই যখন বাড়িতে থাকবেন, চুল খুলে রাখার চেষ্টা করুন। আর নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখুন। নিয়মিত চুলের যত্নে অবাধ্য চুল বাধ্য করা সম্ভব।

Bootstrap Image Preview