Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, জুলাই ২০২০ | ২৭ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

এ বছরের সবচেয়ে দামি বিয়ে আম্বানি-কন্যার?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিতা ও মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি ১২ ডিসেম্বর তার দীর্ঘদিনের বন্ধু ও শিল্পপতি আনন্দ পিরামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। মুম্বাইয়ে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির বাসভবনে বিয়ে আয়োজিত হবে। এতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেবেন।

গত মাসেই উত্তর ইতালির লেক কমোতে একটি অসাধারণ এনগেজমেন্ট পার্টির আয়োজন হয়েছিল ঈশা ও আনন্দের জন্য। তিন দিনের লম্বা অনুষ্ঠানে বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত ছিলেন। গতকাল, আম্বানিরা বিয়ের প্রথম আমন্ত্রণ জানাতে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান। জুন মাসে, একই মন্দিরের আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার এনগেজমেন্টের আমন্ত্রণপত্র দেয়া হয়েছিল।

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং আনন্দের বাবা অজয় পিরামাল পিরামাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। ফার্মাসিউটিক্যালস থেকে আর্থিক পরিষেবা পর্যন্ত তাদের ব্যবসার পরিধি ছড়িতে রয়েছে। মে মাসে মহাবলেশ্বরের একটি মন্দিরে আনন্দ ইশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

মনে করা হচ্ছে, এটিই ২০১৮ সালের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে।

Bootstrap Image Preview