Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বপ্ন পূরণে বিমান তৈরি করছেন কৃষক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:৪১ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:৪১ AM

bdmorning Image Preview


শৈশবে কৃষক ইউ-এর স্বপ্ন ছিল বিমানের মালিক হবেন। তিনি জানেন, সেই স্বপ্ন এখন আর পূরণ সম্ভব নয়। তাই নিজেই উড়োজাহাজ নির্মাণের সিদ্ধান্ত নেন এই চীনা রসুন চাষি।

পুরো একটি যাত্রীবাহী বিমানের রেপ্লিকা নির্মাণের কাজ প্রায় সম্পন্ন তাঁর।

চীনের সংবাদ মাধ্যম সাংহাইস্ট'র রিপোর্টে বলা হয়েছে, এ৩২০ সাইজের বিমানটি নির্মাণের কাজ গত দুই বছর ধরে চলছে। এ প্রকল্পে তিনি বিনিয়োগ করেছেন ২.৬ মিলিয়ন ইয়ান।

লন্ডনের সংবাদ মাধ্যম এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝু সবসময় স্বপ্ন দেখেছেন একটি বিমানের মালিক হবেন। বর্তমানে তাঁর বয়স ৪০ বছর।

একটি শিল্প পার্কের কারখানায় নির্মিত বিমানটি ১: ১ স্কেল মডেলের যা ১২৪ ফুট দীর্ঘ, ১১৮ ফুট প্রশস্ত এবং ৪০ ফুট উঁচু। নির্মাণ কাজে ঝু'র পাঁচজন বন্ধু তাঁকে ভালোবেসে সাহায্য করছেন।

যদিও ঝু কখনো বিমানটি ওড়াতে সক্ষম হবেন না। ফলে তিনি এর সঙ্গে নতুন পরিকল্পনা সংযোজন করেছেন। তিনি চান, নির্মাণ কাজ সম্পন্ন হলে তিনি এটিকে একটি রেস্টুরেন্টে পরিণত করবেন।

'এই মুহূর্তে, আমি এটি শেষ করতে চাই। সম্ভবত আমি পরিকল্পনা অনুযাযী বিমানটিকে একটি রেস্টুরেন্ট বা হোটেলে পরিণত করব'- ঝু'র উদ্ধৃতি দিয়ে বলেছে সান।  

Bootstrap Image Preview