Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংলাপ থেকে কি পেলাম? জানে না কামাল-ফখরুল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০১:১১ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০১:১১ AM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষ হয়েছে। গণভবন থেকে বের হয়ে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংলাপ শেষে প্রেস ব্রিফিং করেন তারা।

বৈঠক শেষে মির্জা ফখরুল যা বললেনঃ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট ও ১৪ দলের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বহুল আলোচিত সংলাপে সন্তুষ্ট নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনি তফসিলের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- নির্বাচনের তফসিল দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। ‘

আজকের বৈঠক থেকে কি পেলাম এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘সবসময় কি সবকিছু অর্জন হয় নাকি।‘

বৈঠক শেষে ড. কামাল হোসেন যা বললেনঃ

আলোচনা শেষে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ড. কামাল হোসেন বলেছেন, সংলাপে আমরা আমাদের দাবি তুলে ধরেছি, অভিযোগের কথা, সেগুলো তুলে ধরেছি। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী লম্বা বক্তৃতা দিলেন। সংলাপে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীঃ

ফখরুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকাসহ সারা দেশে সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির ওপর কোন বাধা থাকবে না। রাজনৈতিক দলগুলো যে যেখানে সভা সমাবেশ করতে চাইবে তাদের কোন বাধা দেওয়া হবে না। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।‘

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা সম্পর্কে বলেছেন, রাজনৈতিক নেতারা যে গণগ্রেফতার হচ্ছেন বা গায়েবী মামলা হচ্ছে সেগুলো আমরা তুলে নিচ্ছি। আমাদের আপনারা মামলার তালিকা দিন আমরা সেগুলো অবশ্যই বিবেচনা করব। যাতে হয়রানী না হয় সে বিষয়টাও আমরা বিবেচনা করব।‘

‘উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে বলেও বলেছেন প্রধানমন্ত্রী।‘

খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এ বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে।‘

জেএসডির আ স ম রব যা বললেনঃ

তিনি বলেন ‘আমরা সাত দফা দাবি দিয়েছি। মানা না মানার দায়িত্ব সরকারের। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আগেই বলেছি সন্তুষ্ট নই।‘

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেনঃ

‘সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনা অব্যাহত থাকবে।’

তিনি বলেছেন, ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা যে যা বলতে চেয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অখণ্ড মনোবলে সবার কথা শুনেছেন। একেকজনের দুইবার তিনবার বক্তব্য শুনেছেন, কেউ বাধা দেয়নি। আমাদের নেতারাও বক্তব্য রেখেছেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেনঃ

‘আলোচনা হয়েছে। সংবিধানের মধ্যেই আমরা কথা বলেছি। সংবিধানের আলোকে আলোচনা হয়েছে। আলোচনা গঠনমূলক হয়েছে।’

আলোচনা কি আজই শেষ? না আরও হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো জায়গায় যেকোনো সময় আলোচনা হতে পারে। আমরা তাদের নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছি।’

Bootstrap Image Preview