Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শান্তিপূর্ণভাবে সালথায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একটি কেন্দ্র ও ৪টি ভ্যানুতে শান্তিপূর্ণভাবে বাংলা প্রথমপত্র ও কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১৫টি বিদ্যালয়ের ১৬৫০ জন শিক্ষার্থী জেএসসি ও ৭টি মাদ্রাসার ৩৩০জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়, সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভ্যানুতে জেএসসি ও সালথা সরকারী কলেজ ভ্যানুতে জেডিসি (কোরআন মাজিদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের জানান, প্রথমদিনে শান্তিপূর্ণভাবে ১টি কেন্দ্র ও ৪টি ভ্যানুতে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বার জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, প্রত্যাকটি পরীক্ষা কেন্দ্র ও ভ্যানু পরিদর্শণ করেছি। প্রথমদিনের নকলমূক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে। সকলের সহযোগিতায় পরীক্ষাগুলি শান্তিপূর্ণভাবে হবে বলে আশা করছি।
 

Bootstrap Image Preview